বাইশারী- ঈদগড় সড়কে সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে অপহরণ

NewsDetails_01

Baisari Ophoronঅপহরণ জোন খ্যাত ঈদগড়-বাইশারী সড়কের ধুংচাকাটা এলাকা থেকে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে অপহরণ করেছে। অপহরণের শিকার ব্যক্তিরা হলেন, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রলীগ নুরুল কবির রাশেদ, ২৮৩নং আলীক্ষ্যং মৌজা হেডম্যানের মুহুরী হাবিবুর রহমান ও রামু গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নেজাম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-বাইশারী সড়কের ধুংচাকাটা এলাকা এ ঘটনা ঘটে। ঈদগড় থেকে বাইশারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হিল লাইন এর একটি বাস ঈদগড় অরণ্যের ধুংচাকাটা এলাকায় থামিয়ে অস্ত্রধারীরা তাদের অপহরণ করে পাহাড়ের দিকে চলে যায়।
নুরুল কবির রাশেদ ভাই ছাত্রলীগ নেতা তাহের মুর্শেদ বলেন, আমার ভাই ছাড়াও আরো দুইজনকে অপহরন করেছে সন্ত্রাসীরা।
আরো জানা গেছে, ঘটনার সংবাদ পাওয়ার পর নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমানসহ রামুর ঈদগড় পুলিশ ঘটনাস্থলে অভিযানে নেমেছে। এছাড়াও পুলিশের পাশাপাশি অপহৃতদের উদ্ধারে স্থানীয় আওয়ামীলীগেরে শতাধিক নেতাকর্মী পাহাড়ে তল্লাশি চালাচ্ছে।
এদিকে নাইক্ষ্যংছড়িতে একের পর এক আওয়ামীলীগ নেতা কর্মিদের হত্যা, অপহরণ পরিকল্পিত বলে মনে করছে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মিরা।

আরও পড়ুন