বাঘমারা পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে জামছড়ি ইউনিয়নের বাঘমারা পাড়ায় আগুনে ভস্মীভূত ১২টি দোকান ও ৩টি বসতবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম এ ত্রাণ বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্থদের নগদ ৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করেন এবং ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের অন্যান্য সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে তিন টায় সদর উপজেলার ৬নং জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি আরো জানান, বাঘমারা বাজারের পঞান্ন দে এর চায়ের দোকানের চুলা থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে গেলে আরো ১২ টি দোকান ও ৩ টি বসত ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পড়ে বলা যাবে।