রাঙামাটি বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রশিক্ষণ টিলা মারিশ্যা জোনের আওতাধীন চেকপোস্টে তিনশ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক করেছে মারিশ্যা জোন ২৭ বিজিবি।
গত ১৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষণ টিলা ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ বিজিবি।

এসময় মারিশ্যা দিঘিনালা সড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা, ইয়াবা বহনকারী ডিসকোভার মোটরসাইকেল ০১ টি (১১০ সিসি, মোটরসাইকেলে আসা দুই যুবক মোঃ জমির হোসেন (২৬) ও মোঃ রিয়াদ (২৩) কে আটক করে।
জানা যায় আটককৃত জমির হোসেন পিতা আবুল কাসেম ও মোঃ রিয়াদ পিতা দুলাল মিয়া উভয়ের বাসা প্রশিক্ষণ টিলা চারকিলো নামক স্থানে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ টি ডিসকাভার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করে আটককৃত মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা। আটককৃত আসামী, ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, মোবাইল এবং সীমকার্ডসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
জানাযায় আটক জমির হোসেন এর আগেও ইয়াবাসহ বেশ কয়েকবার আটক হয়ে জেলহাজতে যায়।