বাঘাইছড়িতে টিএসএফের ৮ম কাউন্সিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার ৮ম কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন, এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত বুধবার (১২ ফেব্রুয়ারী) সাজেকস্থ রুইলুই ত্রিপুরা কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার সাজেকস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এছাড়া, রুইলুই ত্রিপুরা কমিউনিটি ক্লাবকে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি ত্রিপুরা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থেকে সাজেকস্থ শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

NewsDetails_03

এসময় টিএসএফ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা, দেব প্রসাদ চাকমা, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি জৌপৈথাং ত্রিপুরা, এডিপি-রাঙ্গামাটির প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, বাঘাইছড়ির সাজেক সেনা ক্যাম্প কমান্ডার ফজলে এলাহি, সাজেক ইউপির চেয়ারম্যান অতুলাল চাকমা, স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা সহ শিক্ষাবিদ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনে টিএসএফ বাঘাইছড়ি উপজেলা শাখার ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে শাকিল ত্রিপুরাকে সভাপতি, অভিরাম ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও হনিকা রঞ্জন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা। অনুষ্ঠানের মাধ্যমে বাঘাইছড়ির শিক্ষার্থীদের মধ্যে একতা, শিক্ষা ও সংগঠনের গুরুত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে মত দেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও পড়ুন