বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রানসামগ্রী বিতরণ করলেন পার্বত্য উপদেষ্টা

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শুপ্রদীপ চাকমা ও জেলা পুলিশ সুপারের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আজ শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন, সু-প্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান রাঙ্গামাটির পুলিশ সুপার,মীর আবু তৌহিদ, বিপিএম(বার),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী (বরকল ও বাঘাইছড়ি সার্কেল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা সহ স্হানীয় জনসাধারণ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে বন্যা দূর্গত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাড়ি-ঘর পরিদর্শন করেন।

আরও পড়ুন