বাঘাইছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট এর দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সূত্র মতে জানাযায়, গোপন সূত্রের ভিত্তিতে আজ শুক্রবার (১৩আগস্ট) ভোর সাড়ে ৩ টার দিকে বাঘাইহাট জোনের বিশেষ অপারেশন টিম করংগাতলী আর্মি ক্যাম্পের সাড়ে ৪ কিলোমিটার উত্তর দিকে উত্তর বঙ্গলতলী নামক এলাকায় অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে, দুইজন বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে।

দীর্ঘদিন যাবৎ করংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে তারা জড়িত ছিল। ওমর চাকমা ও রকেট চাকমাকে আটকের পর তল্লাশী করে তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে জানা গেছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।