বাঘাইছড়িতে দু’টি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের বন্ধুক যুদ্ধ

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফের আঞ্চলিক দু’টি সংগঠন সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ যুদ্ধ শুরু হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানানো হয়,উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম বালুখালী এলাকায় আধিপত্য বিস্তার এবং এলাকা নিয়ন্ত্রণে পাহাড়ের দু’টি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসীত গ্রুপ (ইউপিডিএফ) এবং গণতান্ত্রিক ইউপিডিএফ ( বর্মা গ্রুপ) বন্ধুক যুদ্ধে লিপ্ত হয়। উভয় পক্ষ ৫শ রাউন্ড গুলিবিনিময় এবং কয়েকটি গ্রেনেড চার্জ করে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকা এবং পাশ্ববর্তী এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আমি লোকমুখে শুনেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম বালুখালী এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসীত গ্রুপ (ইউপিডিএফ) এবং গণতান্ত্রিক ইউপিডিএফ ( বর্মা গ্রুপ) বন্ধুক যুদ্ধে লিপ্ত হয়। ঘটনাস্থল উপজেলা শহর থেকে দূর্গম হওয়ায় বিস্তারিত খবর পাওয়া যাচ্ছে না বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

আরও পড়ুন