রাঙামাটির বাঘাইছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাঙ্গালী ছাত্রপরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল কাইযুম, বাঙ্গালী ছাত্রপরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বাঘাইছড়ি উপজেলার বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. আবছার উদ্দিন, বরকল উপজেলার বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, নিহত পরিবারের ভাই আবুল কালাম আজাদ, নিহতের পুত্র পিয়াল দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মার্চ (সোমবার) নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৭ জন নিহত হয়। শান্তিচুক্তির পরও পাহাড় এখনো অশান্ত তা এ হত্যাকান্ডই প্রমান করে। প্রতিমুহর্তে পাহাড়ের সাধারণ জনগণ নিরপত্তাহীনতায় ভুগছে। এসময় বক্তারা হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার, নিহতদের প্রতি পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাকে অপসারণ করা, আহতদের পূর্নবাসনের সকল সুযোগ-সুবিধা প্রদান, সেনা ক্যাম্প পুন:স্থাপন, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধ করা, পার্বত্যঞ্চলে বৈষম্যমূলক উপজাতীয় কোটা বাতিল করা ও সঠিক পদ্ধতিতে ভূমি জরিপ করে বিদ্যমান আইনে ভূমি সমস্যা সমাধান করার দাবি জানান।