রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ১৪১ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে আমতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৪১ পরিবারের মাঝে ৬০ কেজি করে দুই মাসের চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন চেয়ারম্যান মো. রাসেল , ইউপি সচিব মোঃ ছগির হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় হতদরিদ্র এসব মানুষ মানবিক সহায়তা পেয়ে খুবই আনন্দিত এবং আগামী দিনগুলোতেও এমন সহায়তা চলমান রাখার অনুরোধ করে।
খাদ্য সহায়তা বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরী বলেন, বিজিডির সহায়তায় দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়। চলমান খাদ্য সহায়তা হিসেবে আগামীতেও যাতে বহাল থাকে সেই চেষ্টা করবো।