বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট। বিএনপির ধানের শীষের প্রার্থী ওমর আলী পেয়েছেন ১ হাজার ৭৯৮ ভোট।
প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দিনগুলোতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে সুষ্ঠ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে দেশব্যাপি ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কমিশনের অধিনে প্রথম নির্বাচন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন।