এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: হাসানজ্জামান, চট্টগ্রামের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ মঞ্জুর উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন চাকরী ও সহযোগীতা প্রদানের আশ্বাস দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৮ জন নিহত ও ২৮ জন আহত হয়।