বাঘাইছড়ি হত্যাকান্ড : নির্বাচনী দায়িত্বে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ

purabi burmese market

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হচ্ছে
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্টদের ওপর সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩ টায় খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো: মোখলেসুর রহমান।
এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: হাসানজ্জামান, চট্টগ্রামের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ মঞ্জুর উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন চাকরী ও সহযোগীতা প্রদানের আশ্বাস দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৮ জন নিহত ও ২৮ জন আহত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।