ইউএনও আহসান হাবিব জিতু বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টিতে এখন পর্যন্ত পৌরশহরসহ ৫টি ইউনিয়নের প্রায় দেড় হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কিছু কিছু এলাকায় মানুষের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।’পানিতে প্লাবিত ইউনিয়নগুলো মধ্যে সারোয়াতলী,সাজেকের বাঘাইহাট, রুপকারী, আমতলী, খেদারমারা রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ‘বাঘাইছড়ি পৌরশহরসহ ৫টি ইউনিয়নের প্রায় দেড় হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর এলাকার বাসিন্দারা। ওই এলাকার প্রায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এখন মানুষকে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব বলেন, উপজেলায় প্রায় ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্থ লোকজনদের এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আজ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহায়তায় এসব আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে ত্রান পাওয়া সাপেক্ষে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।