বাঙালহালিয়া ইউপির ৩নং ওয়ার্ডে উপ নির্বাচনে বিপুল ভোটে সাংবাদিক মিরাজ জয়ী

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ কাইয়ুম হোসেন মিরাজ। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আরো ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। তারা হলেন আবুল কাসেম, আবদুর জব্বার, সিদ্দিক মোল্লা, এবং মাসুম তালুকদার। নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিলো ১১শত ৮৮। যার মধ্যে ভোট কাস্ট হয়েছে ৮শত ৭৫ ভোট। যেখানে সর্বোচ্চ ৪শত ৫০ ভোট পেয়ে মো: কাইয়ুম হোসেন মিরাজ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী আবদুর রাজ্জাক পেয়েছে ১৬৮ ভোট।

NewsDetails_03

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে গননার পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম।

এদিকে নির্বাচনের সময় রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ নির্বাচন পরিদর্শন করেন এবং কেন্দ্রের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। নির্বাচনে আইনশৃংখলা রক্ষার্থে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

প্রিসাইডিং অফিসার জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য পদে উপ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার রাজস্থলী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম।

আরও পড়ুন