বাঙালহালিয়া থেকে ২১ লিটার চোলাই মদ সহ আটক ১

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় চোলাই মদ সহ উবাচিং মারমা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত উবাচিং মারমা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া হেডম্যান পাড়া এলাকার সুইসাহ্লা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী পালিয়ে গেলেও ২১ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী উবাচিং মারমা কে আটক করতে সক্ষম হয় পুলিশ। যার আনুমানিক মুল্য ৮ হাজার টাকা হবে বলে পুলিশ জানান।

এঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।