বাঙালহালিয়া থেকে ২১ লিটার চোলাই মদ সহ আটক ১

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় চোলাই মদ সহ উবাচিং মারমা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত উবাচিং মারমা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া হেডম্যান পাড়া এলাকার সুইসাহ্লা মারমার ছেলে।

NewsDetails_03

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী পালিয়ে গেলেও ২১ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী উবাচিং মারমা কে আটক করতে সক্ষম হয় পুলিশ। যার আনুমানিক মুল্য ৮ হাজার টাকা হবে বলে পুলিশ জানান।

এঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন