রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খেলোয়ার দের মাঝে ক্রিড়া সমগ্ৰী বিতরণ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
আজ ৫ জানুয়ারী রবিবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে উপস্থিত খেলোয়ারদের মাঝে খেলার বিভিন্ন উপকরণ (ক্রিড়া সমগ্ৰী) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া ৩২০ নং কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মউচিং মারমা, ইউপি সদস্য কামাল হোসেন, সুমন বড়ুয়া, কাইয়ুম হোসেন মিরাজ,আজয় দে, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী প্রমুখ। ক্রিড়া সমগ্ৰী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রিড়ার কোন বিকল্প নেই, তাই যুবক রাই আগামী দিনের ভবিষ্যৎ।
এলাকা ভিত্তিক খেলোয়ার দের এগিয়ে নিতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান।