বাঙ্গালহালিয়াতে রাধা মদন গোপন গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপন গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটি ও পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজী মহারাজ এর শীর্ষ বর্গ এবং ভক্তবৃন্দের সম্মিলিত উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকুট লীলা স্মরণোৎসব এবং গুরু মহারাজের ২য় তিরোভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পারায়ণ বৈষ্ণব সেবা, পুষ্প যজ্ঞ ও সনাতন ধর্মীয় সম্মেলন আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সেবা কুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পংকজ ভুষন চৌধুরীর সভাপতিত্বে মহতী ধর্মীয় সম্মেলনে শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজী। এসময় বিভিন্ন মঠ মন্দিরের মহারাজগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন