বাঙ্গালহালিয়াতে চাঁদের গাড়িসহ দেড় লক্ষ টাকার কাঠ আটক

purabi burmese market

বাঙ্গালহালিয়াতে চাঁদের গাড়িসহ দেড় লক্ষ টাকার কাঠ আটক
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাশ্ববর্তী এলাকা মিতিয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি চাঁদের গাড়ীসহ দেড় লক্ষ টাকরা কাঠ আটক করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।
জানা গেছে, গত ৭ ফেব্রয়ারী সকাল সাড়ে ১০ টার সময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা তিনছড়ি এলাকায় টহলদান কালে গোপন সংবাদের ভিত্তিতে মিতিয়ার চর নামক স্থান থেকে অবৈধ ভাবে পাচারের উদ্দেশ্যে (চট্টগ্রাম ব ৯৯৩২) চাঁদের গাড়ীসহ সেগুন, গামার ও কড়ই প্রজাতির আনুমানিক ১৫০ঘনফুট গোলকাঠ আটক করেন। আটককৃত কাঠের বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে জানা গেছে। আটককৃত কাঠ ও চাঁদের গাড়ীটি কারিগর পাড়া ফরেষ্ট বিটে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার মোঃ এমদাদুল হক জানান।
ঘটনাস্থল থেকে চাঁদের গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলে বন বিভাগের কর্মচারীদের উপস্থিতে কাঠ গুলো পরিবহণযোগে চাঁদের গাড়ীসহ কারিগর পাড়া বিটে নিয়ে আসা হয়। এদিকে ক্যাম্প কমান্ডার অবৈধ কাঠ পাচার বন্দের সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।