বান্দরবানসহ সারাদেশে ভূমিকম্প

NewsDetails_01

earth_quakeবান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। বুধবার বিকেল ৪টা ৩৭ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এর এক মিনিট পরে ৪টা ৩৮ মিনিটে আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চকে, ঢাকা থেকে ৩৩১ মাইল দূরে ৫২.২ মাইল গভীরে। এর মাত্রা ছিল ৬.৮। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বিকাল ৪টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। এদিকে বান্দরবানে ভূমিকম্পে আতংকগ্রস্থ হয়ে অনেকে বহুতল ভবন থেকে বের হয়ে যায়, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বান্দরবানে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন