বান্দরবানের ইউনিয়ন পর্যায়ে স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানের ইউনিয়ন পর্যায়ে স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বিএনকেএস ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সিডার সহযোগীতায় ইউনিয়ন পর্যায়ে স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিং নু মারমা।এসময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্লব মজুমদার,বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ ক্রিড়া প্রেমীরা। খেলায় চেমী ডলুপাড়া উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে ০-২ গোলে হারিয়ে বান্দরবান আইডিয়াল স্কুল ফুটবল দল বিজয়ী হয়।

আরও পড়ুন