বান্দরবানের কেওক্রাডং পর্যটন কেন্দ্র উন্মুক্ত উপলক্ষ্যে শোভাযাত্রা

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্রটি চালু উপলক্ষে বান্দরবানে এক বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব।

NewsDetails_03

এসময় বেলুন ও নানা রংয়ে বান্দরবানের পর্যটকবাহী গাড়ীগুলো সাজানো হয় এবং সকাল ৯ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সারিবদ্ধভাবে কয়েকটি পর্যটকবাহী গাড়ী পর্যটকদের নিয়ে বান্দরবান জেলা সদর থেকে কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র এর উদ্যোশে রওনা দেয়।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্নস্থান থেকে আগত পর্যটক এবং ট্যুরিষ্ট পুলিশ এর সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত: পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘ ১৮মাস বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ অক্টোবর থেকে আবারো পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত হলো জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র। আর কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র চালুর সংবাদে বান্দরবানে বাড়ছে পর্যটকদের আনাগোনা।

আরও পড়ুন