বান্দরবানের ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সম্পন্ন

NewsDetails_01

বান্দরবানের ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
মৈত্রীর বন্ধনে ক্রীড়া স্লোগানে বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার বিকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে ক্রিড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ৬৯ রিজিয়ন কমান্ডার ও ক্যান্ট পাবলিক স্কুল-কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ক্রীড়া প্রতিযোগীতায় কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন প্রতিমন্ত্রী। প্রতিযোগীতায় ৮টি দলে বিভক্ত হয়ে কুচকাওয়াজে অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়াও দৌড়, যেমন খুশি তেমন সাজোঁ, আত্মরক্ষায় কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিভাবকরাও প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগিতায় নজরুল হাউস প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন