বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং এ মহাসংঘদান ৮ সেপ্টেম্বর

NewsDetails_01

ফাইল ছবি
বান্দরবান শহরের খিয়ং ওয়া কিয়ং এ মহাসংঘদান ও বুদ্ধপূজা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করছে।
খিয়ং ওয়া কিয়ং সূত্রে জানা গেছে, এসময় ছোয়াইং দান, অষ্ট পরিষ্কার দান, পঞ্চমও অষ্টশীল গ্রহন করবেন দায়কদায়িকা ও উপসিকরা। তাছাড়া হাজার প্রদিপ প্রজ্জলন করা হবে অনুষ্ঠানে। এসময় দেশনা প্রদান করবেন উচহ্লা ভান্তে। এদিকে এই আয়োজনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে খিয়ং ওয়া কিয়ংয়ে।
প্রসঙ্গত, এ মহাসংঘদান ও বুদ্ধপূজা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্থ থেকে বৌদ্ধ অনুসারীরা আসেন এবং ধর্মীয় প্রার্থনায় মিলিত হয়।

আরও পড়ুন