বান্দরবানের পর্যটনস্পট শৈল প্রপাতে শনিবার পা পিছলে পড়ে নিহত তিহানের বাবা আবু আলেব ওরফে তাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন, শৈল প্রপাতে যাতে আর কোন দূর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে জেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহন করতে অনুরোধ জানান। আর সন্তান হারা আবু আলেব ওরফে তাহের এর খোলা চিঠি আপনাদের জন্য প্রকাশ করছি।
আমার ছেলে তিহান, আমাকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল না ফেরার দেশে। সবাই তার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্ছ স্থান দান করেন। আমি বাবা হিসেবে শৈল প্রপাতের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (জেলা প্রশাসন) এর কাছে একটা জোর দাবি রাখছি,
এ শৈল প্রপাতে প্রায় দূর্ঘটনা ঘটে এবং প্রায় দূর্ঘটনায় পড়া পর্যটক মৃত্যু বরণ করে, আমি চাই প্রশাসন অতি শিগরি দুর্ঘটনা এড়াতে যতাযত ব্যবস্থা গ্রহন করে। ছেলে হারানোর ব্যাথা আমি বুঝি, আমি চাইনা আমার মত আর কারো মা-বাবার বুক খালি না হোক।আমি বান্দরবানের সকলকে অনুরোধ করছি আপনারা সবাই প্রশাসকের কাছে জোর দাবি জানাবেন শৈলপ্রপাতে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রসঙ্গত, গত ১৩ আগষ্ট শুটিং করতে এসে পর্যটনস্পট শৈলপ্রপাতে পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চিত্র নায়ক ইমন।