বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়রা শুভেচ্ছা জানালেন ক্যশৈহ্লা’কে

purabi burmese market

মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮ তম জাতীয় জুনিয়র /সিনিয়র তায়কোয়ানডো প্রতিযোগীতা ২০২০ এর পদক প্রাপ্ত খেলোয়াড়রা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে ফুলের শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা তায়কোয়ানডো এর কর্মকর্তা ও খেলোয়াড়দের একটি প্রতিনিধি দল আজ রবিবার (৩ জানুয়ারি) বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা ক্রিড়া কর্মকর্তা মাইনউদ্দিন মিল্কী,বান্দরবান জেলা কোচ মংসিংমাং,সদস্য সচিব সিং থোয়াইসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮ তম জাতীয় জুনিয়র / সিনিয়র তায়কোয়ানডো প্রতিযোগীতা ২০২০ এর জেলার খেলোয়াড়রা ব্রোঞ্জ ও রৌপ্যসহ মোট ৯টি পদক অর্জন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।