বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা,ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে একজনকে।
সেনা সূত্রে জানা গেছে,বান্দরবান সেনা সদস্যদের একটি বিশেষ দল পূর্বে অাটককৃত চাঁদাবাজ সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে থানচির বলিপাড়া থেকে একজন সন্ত্রাসীদের প্রশিক্ষক এবং ৩৩/ তিন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে ১.৫ কিঃমিঃ পশ্চিমে অাটককৃত মেন ক্রয়াই এর নিজ বাড়ী অাবুয়া পাড়া হতে একিট দেশীয় তৈরী বন্দুক এবং দুইটি বন্দুকের বার্ট উদ্ধার করেছে। আরো জানা গেছে, অভিযান আজ মঙ্গলবার রাতে অাবারও চলবে ।