বান্দরবানের থানচি-লিক্রি সীমান্ত সড়কে দূর্ঘটনায় নিহত ১

বান্দরবানের থানচি-লিক্রিতে নির্মাণাধীন সীমান্ত সড়কে মালবাহী ট্রাক খাদে পড়ে ১জন নিহত হয়েছে।নিহত ব্যক্তি মালবাহী ট্রাক এর ড্রাইভার মো.শরিফ উদ্দিন (৩২)। তিনি জেলা সদরের হাফেজঘোনা এলাকার গনি ড্রাইভারের পুত্র।

আজ শনিবার (০৬ ফেব্রুয়ারী) সকালে বান্দরবানের থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কের ২৯ কিলোমিটার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কে নির্মাণ কাজে মালামাল পরিবহণের কাজে নিয়োজিত একটি ট্রাক ২৯ কিলোমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এসময় ড্রাইভার মো.শরিফ ঘটনাস্থলে মারা যায়।

NewsDetails_03

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে থানচি সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুদ্দিন আনোয়ার জানান,মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে, তার লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত,গত ২১জানুয়ারি (বৃহষ্পতিবার) সকালে একই সড়কের ৩কিলোমিটার নামক এলাকায় শ্রমিকবাহী একটি গাড়ী দুর্ঘটনায় ৫জন শ্রমিক মারা যায়।

আরও পড়ুন