বান্দরবানের দুর্গম এলাকার শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

NewsDetails_01

বান্দরবান সিভিল সার্জন সভা কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশান কর্মশালা
বান্দরবান পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন তাহমিনা শবনম সোবাহান জানিয়েছেন, বান্দরবানের রুমা, থানচি সহ ৭ উপজেলার দুর্গম এলাকার সব শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । দুর্গম এলাকার কোন শিশুই ভিটামিন খাওয়া থেকে বাদ পড়বে না । এ জন্য কাজ করছে মাঠ কর্মীরা । আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সিভিল সার্জন সভা কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশান কর্মশালায় এই কথা বলেন তিনি ।
তিনি আরো জানান. ১৪ জুলাই খাওয়ানো সম্ভব না হলেও পরবর্তী দিন থেকে দুর্গম এলাকার বাচ্চাদের এই ভিটামিন খাওয়ানো হবে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা । এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাশৈচিং, আবাসিক মেডিকেল অফিসার মাজেদুর রহমান ।
এ সময় সিভিল সার্জন জানান, আগামী ১৪ জুলাই দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালিত হবে। বান্দরবানের ৭ উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার ৩১০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন