বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দূর্গম পাড়ায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
আজ বুধবার (১লা এপ্রিল) সকালে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাড়ায় পাড়ায় গিয়ে জনপ্রতিনিধি ও জেলা পরিষদের সদস্যরা এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন ।
এছাড়াও বিতরণ করা হয়েছে বান্দরবান সদরের রেইচা,গোয়ালিখোলা ,কানাপাড়াসহ বিভিন্ন এলাকায় ।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্যাকেট প্রতি ১০ কেজি চাউল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও ১ কেজি ডাল প্রতি পরিবারকে প্রদান করা হচ্ছে বলে জানান জনপ্রতিনিধিরা ।
বান্দরবান সদরের পাঁচটি ইউনিয়নে আজ সকাল থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে । পর্যায়ক্রমে বিতরণ করা হবে বান্দরবানের আরও ২৮টি ইউনিয়নে ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদরে সদস্য ক্যসাপ্রু ও লক্ষীপদ দাস জানান, লকডাউনের সময় বান্দরবানের দূর্গম এলাকার মানুষরা যাতে খাদ্য সমস্যায় না পড়ে সেজন্য দূর্গম পাড়াগুলোতে দ্রুত ত্রাণ বিতরণ করা হচ্ছে ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বান্দরবান পার্বত্য জেলায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় খাদ্য সরবরাহের জন্য ৫০ লক্ষ টাকা ও ২ শত মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্ধ দেয়া হয়েছে।