ঢাকার ডিএমপির উপ পুলিশ কমিশনার মো: জাকির হোসেন মজুমদারকে বান্দরবানের নতুন পুলিশ সুপার এবং রাঙামাটির পুলিশ সুপার হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে ঢাকার ডিএমপির উপ পুলিশ কমিশনার মো: আলমগীর কবিরকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ এর এক স্বারক সূত্রে পাহাড়বার্তা জানতে পারে, আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়।
প্রসঙ্গত,বান্দরবানের বর্তমান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে এবং রাঙামাটির বর্তমান পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানকে এআইজি হিসাবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।