বান্দরবানের পর্যটনস্পটের জন্য যেসব শর্ত প্রযোজ্য

বান্দরবানের পর্যটনস্পটগুলো শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, শর্তসাপেক্ষে কাল থেকে বান্দরবানের পর্যটন স্পটগুলো উন্মুক্ত করছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

NewsDetails_03

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত কমিটি কর্তৃক অনুমোদিত গাইড লাইন অনুসারে জেলার বিভিন্ন পর্যটন স্পটের জন্য যেসব শর্ত প্রযোজ্য, যেসব শর্ত আমরা তুলে ধরছি।

🟣 পর্যটনস্পটের প্রবেশ মূখে বেসিন, ডিসইনফেকশন ট্রে এর ব্যবস্থা গ্রহন করতে হবে।
🟣 পর্যটন কেন্দ্রের ধারণ ক্ষমতা নির্ধারণ করে সামাজিক দুরত্ব বিবেচনায় রেখে সীমিত সংখ্যাক পর্যটক প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।
🟣 সর্বধারণের ব্যবহারের জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।
🟣 পর্যটন এলাকার দোকান, স্টল, চা স্টল ইত্যাদি সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।
🟣 দর্শানার্থীর জন্য অর্থের বিনিময়ে মাস্ক, গগলন, ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজারের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
🟣 কর্মকর্তা-কর্মচারদের করোনা প্রতিরোধে সাধারণ নির্দশনাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা মনিটরিং করতে হবে।
🟣 দৃশ্যমান একাধিক স্থানে ছবি সহ স্বাস্থ্যসুরক্ষা নির্দশনা অবশ্যই ঝুঁলিয়ে রাখতে হবে।
🟣 কোন কর্মচারীকে অসুস্থ পাওয়া গেলে তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন