বান্দরবানের পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলররা যে প্রতীক পেলেন

NewsDetails_01

বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বিএনপির ধানের শীষ প্রতীকে সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে মো: শাহ জাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ নিয়ে মো: নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন বিধান লালা মেয়র পদে নির্বাচন করছেন।

১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের উটপাখি, নাছির উদ্দীর পাঞ্জাবি, আবুর কাশেম টেবিল ল্যাম্প। ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী টেবিল ল্যাম্প, আবু তাহের পাঞ্জাবি, রিয়াজ উদ্দীন উট পাখি। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী অজিত কান্তি দাশ উটপাখি, মহরম আলী পাঞ্জাবি।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১,২,৩ নং ওয়ার্ডে খুরশিদা আক্তার চশমা, দিপীকা রানী তংচঙ্গ্যা আনারস।

৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম বাবুল উটপাখি, শিমুল দাশ পাঞ্জাবি, বাবলা বৈদ্য ব্রিজ, মোহাম্মদ সোলেমান টেবিল ল্যাম্প, ওমর ফারুক ডালিম।

NewsDetails_03

৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মং মং সিং ব্লাক বোর্ড, থুই সিং প্রু উটপাখি। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম টেবিল ল্যাম্প, সৌরভ দাশ শেখর উট পাখি, মোহাম্মদ সোহেল পাঞ্জাবি।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪,৫,৬ নং ওয়ার্ডে এমে চিং চশমা, সালেহা বেগম আনারস। ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শামীম হোসেন ডালিম, হারুন সর্দার উটপাখি, হারুন গাজী টেবিল ল্যাম্প, শামসুল হক শামু ব্রিজ, মোহাম্মদ জলিল পাঞ্জাবি।

৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান টেবিল ল্যাম্প, শেখ শাহাদাত পাঞ্জাবি, কামরুল হাসান বাচ্চু উটপাখি। ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহির উদ্দীন মাসুম উটপাখি, মোহাম্মদ সেলিম পাঞ্জাবি, আব্দুর রাজ্জাক ব্রিজ।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৭,৮,৯ নং ওয়ার্ডে গীতা রানী দে জবা ফুল, শাহিনা আক্তার চশমা, রহিমা বেগম আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্ধী করছেন।

আরও পড়ুন