বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী আর নেই
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী (৬৯) শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ শনিবার সকাল ৬.৪০ টায় চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তিনি ২ সন্তান ও স্ত্রীসহ বহু স্বজন রেখে যান।
এদিকে চট্টগ্রাম থেকে শনিবার সাড়ে ১১টায় তার লাশ বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ায় নিয়ে আসা হলে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় নেতারা দেখতে যান।
অন্যদিকে তার অকাল মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা গভীর শোক প্রকাশ করেন।
আজ প্রসঙ্গত, শনিবার বিকাল ৫ টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।