বান্দরবানের ফুটবল ক্লাব প্রতিনিধিদের সাথে ডিএফএ’র মতবিনিময় সভা

NewsDetails_01

বান্দরবানের ফুটবল ক্লাব প্রতিনিধিদের সাথে ডিএফএ’র মতবিনিময় সভা
বান্দরবান জেলা ফুটবল লীগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে আগামি ৩১ আগষ্টের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে। দুই হাজার টাকা অফেরতযোগ্য ফি প্রদান সাপেক্ষে আহবায়ক, বান্দরবান জেলা ফুটবল লীগ পরিচালনা কমিটির বরাবররে নিজ নিজ ক্লাবের প্যাডে দল তালিকাভুক্তির আবেদন করতে হবে। গত শনিবার রাতে জেলা ফুটবল এসোসিয়েশন ডিএফএর সাথে ক্লাব কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে ডিএফএ কর্মকর্তা মো. নাছির উদ্দীন।
ফুটবল খেলোয়াড় সমিতির কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, লীগ পরিচালনা কমিটির আহবায়ক কাজল কান্তি দাশ। এসময় ডিএফএর সাধারণ সম্পাদক মংহ্নৈচিং, ডিএসএ সদস্য হাবিবুর রশিদ, দিপ্তী কুমার বড়ুয়াসহ বিভিন্ন ক্লাব ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচালনা কমিটির আহবায় কাজল কান্তি দাশ বলেন, “এবারের লীগ হবে অত্যন্ত আকর্ষণীয়। সর্বোচ্চ আটটি দল অংশ গ্রহণ করবে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে। সুপার ফোরে উঠা প্রত্যেক দলকে আকর্ষণীয় প্রাইজ মানি দেয়া হবে। লীগকে সফল করতে সব চেষ্টা করা হবে। আমরা চাই বান্দরবানের ফুটবল হারানো গৌরব ফিরে পাক”।
ডিএফএ কর্মকর্তা নাছির উদ্দীন জানান, “জেলা ফুটবল লীগ শুরু করারা যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। ডিএফএ সভাপতি ক্যশৈহ্লা বিদেশ থেকে দেশে ফিরলে ঈদুল আজহার পরপরই লীগের তারিখ ঘোষনা করা হবে। তবে সেপ্টেম্বরে ফুটবল মাঠে গড়াবে এতে কোন সন্দেহ নেই”। এদিকে ফুটবল লীগ শুরুর খবরে অংশগ্রহনে ইচ্ছুক ক্লাব গুলোর মধ্যেই বেশ প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন