বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় এবার বিরল প্রজাতির একটি বন্য ছাগল উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার সংরক্ষিত মাতামুহুরী বনাঞ্চলের দুর্গম ইয়ংনং মুরুং পাড়া থেকে ছাগলটি উদ্ধার করে বন কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ম্রো বাসিন্দারা দুর্র্গম বন থেকে ছাগল ছানাটি গত সপ্তাহে আটক করে। উদ্ধার কৃত ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’-এ বিশ্বের বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভূক্ত। প্রকৃতি বিশারদদের মতে, এ প্রজাতির বনছাগল বা সেরো বাংলাদেশে বিরল বলে জানা গেছে।
আরো জানা যায়, ছাগলটি একটি কুকুরের সঙ্গে খেলা করতে দেখে স্থানীয়রা ছাগলটি ধরে এনে লালন-পালন করছে, এমন সংবাদের ভিত্তিতে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চারের নেতৃত্বে গত বৃহস্পতিবার ছাগলটি উদ্ধার করেন।
এ বিষয়ে প্রকৃতিপ্রেমি ও সাংবাদিক অপু নজরুল জানায়,‘বনছাগল বা সোরা সন্ধ্যা ও খুব ভোরে খেতে বের হয়। সারাদিন চিপায়-চাপায় বা গর্তে বসে জাবর কাটে। ঝোপ-ঝাড়ে কিংবা পাথুরে ঢালে পালিয়ে থাকে বলে এদের দেখা পাওয়া মুশকিল। এরা এক ধরণের গন্ধগ্রন্থির সাহায্যে গন্ধ ছড়িয়ে টেরিটোরি মার্ক করে রাখে। বনছাগল বাংলাদেশে অত্যন্ত বিপন্ন ও দূর্লভ প্রাণী। তাঁর মতে, প্রকৃতিতে মুক্ত বনছাগলের ছবি কেউ বাংলাদেশে তুলতে পারেনি।
এই ব্যাপারে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন,উদ্ধারকৃত ছাগল ছানার ইংরেজি নাম রেড সেরো। এটি দেশের বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী। এ প্রজাতির বনছাগলের অস্তিত্ব পুরো পৃথিবীতে হুমকির সম্মুখীন। যার কারণে ‘আইইউসিএন’ তালিকায় বিপন্ন প্রজাতি প্রাণী হিসেবে এটি অন্তর্ভূক্ত।
তিনি আরো বলেন, ছাগলটি কক্সবাজারের চকরিয়াস্থ ডুলহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।