বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৪টি ফার্ণিচারের দোকানসহ ৭টি দোকান, এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বালাঘাটা বাজারে এঘটনা ঘটে।
বাজারের একটি ফার্ণিচারের দোকান থেকে হঠাৎ করেই আগুন জ্বলে উঠে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশে থাকা আরো ৪টি ফার্ণিচারের দোকান, ১টি টেইলার্সের দোকান, ১টি লন্ড্রি ও ১টি রেষ্টুরেন্ট এর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ২ঘন্টার চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রাথমিক ভাবে ৫০লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ধারনা করছি। ঘটনার পর জেলা প্রশাসক আসলাম হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।