বান্দরবানে জিং সমলিয়ান নামের এক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
গত সোমবার (২১ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবানের রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ানের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।