বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকার দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলা শহরের বালাঘাটা, কালাঘাটা, মেম্বারপাড়া, বান্দরবান শহরের রাজার মাঠের সর্বজনীন দূর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু মার্মা, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং ম্রো, আওয়ামীলীগ নেতা একে এম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রতিটি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোজখবর নেন।
প্রসঙ্গত,গত বুধবার পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর জেলার লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।