জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে ১কোটি চারা বিতরণের অংশ হিসাবে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০হাজার ৩শ পঁচিশটি চারা বিতরণ করেছে বন বিভাগ।
আজ বৃহষ্পতিবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ চারা তুলে দেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুইয়া, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন বিদ্যালয়কে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বনজ, ফলদ ও ওষধি বৃক্ষের ২০হাজার ৩শ পঁচিশটি ও জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সংসদ সদস্যের জন্য বরাদ্ধকৃত আরো ৫হাজার চারা সদর উপজেলার পাঁচটি ইউনিয়ণ চেয়ারম্যানদের কাছে বিতরণ করেছে বন বিভাগ।