বান্দরবানের মহিলা আ.লীগের নেত্রী এমেচিং এর অবস্থার অবনতি

NewsDetails_01

বান্দরবান জেলার মহিলা আওয়ামী লীগের নেত্রী এমেচিংকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের দি হলি ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলেও আজ সোমবার (১৫ জুন) দুপুরে তার অবস্থার অবনতি হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন বলে পাহাড়বার্তা’কে ফোনে এমেচিং এর মেয়ে উচিং প্রু মার্মা জানান।

NewsDetails_03

তিনি পাহাড়বার্তা’কে আরো বলেন, তিনি (এমেচিং) বর্তমানে আইসিউতে থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তিনি আরো বলেন, আমার মায়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, তিনি যাতে সুস্থ হয়ে ফিরেন।

গত বৃহস্পতিবার (১১ জুন) তিনি করোনায় আক্রান্ত হন বলে নিশ্চিত করেন আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা এবং পরে রাতে ওনার শ্বাসকষ্ট তীব্রতর হয়, অক্সিজেনের স্বল্পতাও দেখা দেয় । অবস্থার অবনতি হওয়ায় রাতেই ওনাকে রেফার করা হলে চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন