বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কমপ্লেক্স ও নীলাচলে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানো হয়েছে। পর্যটন কেন্দ্রগুলো চালু হওয়ার পর থেকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই স্থাপনাগুলোতে অবস্থান করতে পারতেন পর্যটকেরা। ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় আর নতুন বছরে পর্যটকদের জন্য বিনোদনস্পটগুলোতে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সাংবাদিকদের এই নতুন সময় সুচী সর্ম্পকে অবহিত করেন।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলা ও নীলাচলে পর্যটকরা অবস্থান করতে পারবে।