বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে দখিনা চত্বরের উদ্বোধন
পর্যটকদের বিনোদনে আরো নতুন মাত্রা যোগ করতে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে দখিনা চত্বর নামে একটি নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ( সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো:আব্দুল মান্নান এই দখিনা চত্বরের শুভ উদ্বোধন করেন।
এসময় বান্দরবানের জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্ত্তী, পুলিশ সুপার মো:জাকির হেসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউল আলম,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো:কামরুজ্জামান, ঠিকাদার মো:জহিরুল হকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মেঘলা পর্যটন কেন্দ্রে দখিনা চত্বর নামে একটি নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করে মেঘলা পর্যটন স্পটের বিভিন্ন সৌন্দর্য্য উপভোগ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো:আব্দুল মান্নান ও উপস্থিত অতিথিরা।
ভিউ পয়েন্টের উদ্বোধন শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো:আব্দুল মান্নান বলেন, নৈসগিক সৌন্দর্যের অপার সুন্দর জেলা বান্দরবান। আর এই বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রটি খুবই সুন্দর ও আর্কষনীয়।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর স্থাপনা রয়েছে তবে মেঘলা পর্যটন কেন্দ্র তার ব্যতিক্রম, এখানে পাহাড়, লেক আর চিড়িয়াখানাসহ বিভিন্ন ভিউ রয়েছে যা সহজেই যে কোন পর্যটককে বিমোহিত করে তোলে।