বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম পেশাদার কমিউনিটি বান্দরবান হিল রানার্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার হোটেল হিলভিউ কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের মুখপাত্র ও সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল)।বান্দরবান হিল রানার্স কমিউনিটির দলনায়ক ও বান্দরবান জেলার তুখোড় কারাতে খেলোয়াড় মো.আব্দুল্লাহ্ আল নোমান এর নেতৃত্বে ছয় সদস্য এসময় উপস্থিত ছিলেন।
এদিন বান্দরবান হিল রানার্স সদস্যরা তাদের সংগঠনের লগো সম্বলিত একটি শুভেচ্ছা স্মারক ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর হাতে তুলে দেন। একই সময় লুৎফুর রহমান (উজ্জ্বল) কে বান্দরবান হিল রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মনোনিত করার বিষয়টি প্রস্তাব করলে তিনি সম্মতি জ্ঞাপন করেন।এসময় আব্দুল্লাহ্ আল নোমান,বান্দরবান হিল রানার্স এর উদ্যোগে বান্দরবানের ম্যারাথনকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

বান্দরবানের এই কৃতী এ্যাথলেট আব্দুল্লাহ্ এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাসহ সকল সরকারি ও বেসরকারি প্রথিষ্ঠান কে ম্যারাথন এর অগ্রযাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।মতবিনিময়কালে বান্দরবান হিল রানার্স এর নির্ভীক সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনটির সকল কার্যক্রম কে গতিশীল রাখতে সব ধরনের সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল)।
এসময় তিনি,বিভিন্ন জেলায় আয়োজিত দুরদুরান্তের ইভেন্টেগুলো তে বান্দরবান হিল রানার্স সদস্যরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে সহযোগিতাসহ সকল কার্যক্রমে সর্বাত্মক পাশে থাকার কথা জানান।
উল্লেখ্য, বান্দরবান জেলার একমাত্র রানিং কমিউনিটি হিসেবে পরিচিত দেশজুড়ে পরিচিত বান্দরবান হিল রানার্স এর সদস্যরা বিগত দেড় বছরের বেশি সময় বাংলাদেশের বিভিন্ন জেলা,উপজেলা এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে।