বান্দরবান শহরের রাজার পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মত স্থানীয়রা পুকুরে গোসল করতে এসে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় , এসময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে,মদ পান করে পানিতে পড়ে গিয়ে এই যুবকের মৃত্যু হতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিক উল্লাহ পাহাড়বার্তাকে জানান, সকালে স্থানীয়রা লাশের খবর দেয়ার পর আমরা লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করি। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারব, তবে এ পর্যন্ত লাশের কোন ওয়ারিশ এখনো পাওয়া যায়নি।