বান্দরবানের রাজ পূণ্যাহ’র যত ছবি
জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বান্দরবানের রাজকর আদায়ের উৎসব ১৩৯ তম রাজ পূণ্যাহ মেলা আজ শুরু হয়েছে। বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাং রাজার রাজ পূণ্যাহকে ঘিরে বান্দরবান এখন উৎসব মুখর রাজ মেলার চিত্র ধারণ করেছে আমাদের প্রতিবেদক, বাটিং মার্মা, রাহুল বড়ুয়া ছোটন ও ইয়াছিন উল হাকিম চৌধুরী।