বান্দরবানের রাজ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

NewsDetails_01

 রাজ বিহারে দানোত্তম কঠিন চীবর দান ও সংঘদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর,জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ অন্যরা

রাজ বিহারে দানোত্তম কঠিন চীবর দান ও সংঘদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর,জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ অন্যরা
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের খিয়ংওয়া কিয়ং রাজবিহারে দানোত্তম কঠিন চীবর দান ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে। কঠিন চীবর দান পালন উপলক্ষে সোমবার সকালে জেলা শহরের খিয়ংওয়া কিয়ং রাজবিহারে উপাসক-উপাসিকরা ভগবান বুদ্ধের উদ্দেশ্য সমবেত হয়ে সংঘ দান অনুষ্টানে জড়ো হয়। এসময় বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, ত্রিপিটক দানসহ ধর্মীয় প্রার্থনায় মিলিত হয় বৌদ্ধ ধর্মানুসারীরা। অনুষ্টানে সকলের উদ্দেশে ধর্মদেশনা প্রদান করেন খিয়ং ওয়া কিয়ং রাজবিহারে বিহার অধ্যক্ষ উ প ঞ ঞ্যা জোতথের (উচহ্লা ভান্তে)।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস , কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রুু মার্মা,লামা উপজেলার গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিনী কি কিএসহ বিভিন্ন ধর্মীয় বৌদ্ধ প্রতিষ্টানের বিহার অধ্যক্ষ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। পুণ্যার্জনের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ অনুসারী নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেয়।

আরও পড়ুন