মানববন্ধনে ১নং ওয়ার্ড মেম্বার উহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অং থোয়াই চিং মারমা। এসময় শিশুর পিতা উসাইসিং মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় দোষী গাড়ি চালক মো: ইব্রাহিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। গত ১৫ ই আগস্ট রুমা উপজেলার চালক মো: ইব্রাহিমের গাড়ীটি থানা পাড়া এলাকায় মংসাইশৈ মারমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় পুলিশ গাড়ীটি জব্দ করলেও চালক এখনো পলাতক রয়েছে।