বান্দরবানের রুমা থেকে ৬ জনকে অপহরণ

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলা থেকে ৬ আদিবাসীকে অপহরণ করেছে শসস্ত্র সন্ত্রাসীরা। আজ রোববার (১৫ সেপ্টেম্বর ) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,জেলার রুমা উপজেলার সামা খাল পাড়ায় ১০-১২ জনের একটি শসস্ত্র গ্রুপ সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা পাড়ায় আসছে কিনা খোঁজ নেন। এসময় শৈমং মার্মাকে না পেয়ে তারা পাড়ার স্থানীয় বাসিং অং মারমা (৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিংথোয়াই মারমা (৫৪),থোয়াই মারমা (৬২),মং রি অংসহ ৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। তারা সবাই সামাখাল পাড়ার বা‌সিন্দা। ধারণা করা হচ্ছে, মগ লিবারেশন পার্টির সদস্যরা এই অপহরণের ঘটনা সংগঠিত করতে পারে।

এদিকে এই ঘটনায় আতংকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে স্থানীয় আদিবাসীরা। ঘটনার পর পর তাদের উদ্ধারে যৌথ অভিযানের প্রস্তুতি নিয়েছে যৌথ বাহিনী।

NewsDetails_03

এই ব্যাপারে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মার্মা পাহাড়বার্তাকে বলেন, সন্ত্রাসীরা ৬জনকে নিয়ে গেছে, তাদের উদ্ধারে যৌথবাহিনী মাঠে নেমেছে।

তিনি আরো বলেন, কোন শসস্ত্র গ্রুপ অপহরণ করেছে এবং কাদের অপহরণ করা হয়েছে এই বিষয়টা আমরা জানতে পারিনি।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট রুমার মুননয়ম পাড়া থেকে শসস্ত্র সন্ত্রাসীরা তিন জীপ চালককে অপহরণ করে। পরে মুক্তিপন নিয়ে চারদিন পর ছেড়ে দেয়

আরও পড়ুন