বান্দরবানের রেষ্টুরেন্ট, রেস্তোরাগুলোকে যেসব শর্ত মানতে হবে
বান্দরবানের পর্যটনস্পটগুলো শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে কাল থেকে বান্দরবানের পর্যটন স্পটগুলো খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত কমিটি কর্তৃক অনুমোদিত গাইড লাইন অনুসারে রেষ্টুরেন্ট,রেস্তোরাগুলোকে যেসব শত মানতে হবে যেসব শর্ত আমরা তুলে ধরছি।
🟣 প্রবেশ মূখে বেসিন, ডিসইনফেকশন ট্রে এর ব্যবস্থা গ্রহন করতে হবে।
🟣 রেষ্টুরেন্টে তিন ফুট দূরত্বে বসে খাবার গ্রহনের ব্যবস্থা করতে হবে।
🟣 শেফ/ওয়েটারদের সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন বাধ্যতামূলক।
🟣 রেষ্টুরেন্টে আবাসপত্র খাবার আগে ও পরে স্যানিটাইজ করতে হবে।
🟣 রান্নাঘর নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।
🟣 শারিরীক দুরত্ব বজায় রাখতে হবে, একই পরিবারের হলে এক সাথে বসার ব্যবস্থা করতে হবে।
🟣 দিনের শেষে ডাইনিংয়ের দরজা, টেবিল, চেয়ার, সার্ভিস স্টেশন জীবাণুমুক্ত করতে হবে।
🟣 নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে হবে।