বান্দরবানের রোয়াংছড়িতে দু:স্থ, বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধী ৬২৩ জনকে দেয়া হয়েছে ভাতা ।
আজ রবিবার (৩ মে) সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভাতা বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তর ।
সমাজ সেবার কর্মকর্তা বরুণ দে বলেন বর্তমান, সার্বিক পরিস্থিতির বিবেচনা করে সরকার নির্দেশ অনুযায়ী এক মাসের বয়স্ক ভাতা ৫শত, বিধবা ভাতা ৫শত ও প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা করে ৬২৩ জনের প্রত্যেকের মাঝে জানুয়ারী হতে জুন পর্যন্ত দুই কিস্তির টাকা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, পর্যাক্রমে উপজেলার তারাছা,আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের উপকারভোগীদের কাছে ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে।
ভাতা বিতরণে সময় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা বরুণ দে, সোনালী ব্যাংকের কর্মকর্তা অংবাচিং মারমা ।