পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে জেলার লামা-আলীকদম উপজেলায় আসার সময় মিরিঞ্জা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় আহত যাত্রীদের স্থানীয় সেনা সদস্য ও লামা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শাহী নেওয়াজসহ স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী বিভিন্ন হাসপাতালে পাঠালে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন। আহত অবস্থায় মঞ্জুর আলমকে কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুর আলম মারা যায়। নিহত তিন শিশু বান্দরবানের আলীকদম ও
মঞ্জুর আলম চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শর্মিলা জানান, তিনজন নিহত হয়েছে এবং আহত অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে ২৫ আহতের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরতর হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।